উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তথ্যকেন্দ্রে হামলা চালাতে অস্বীকার করেছে আমেরিকা। তারা বলেছে, সেখানে বেসামরিক লোকজন থাকতে পারে সে কারণে বিমান হামলা চালানো যাবে না। সিরিয়া, লিবিয়া ও ইরাকে তৎপর দায়েশের তথ্যকেন্দ্রের অবস্থান নিশ্চিত করার পর মার্কিন প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ: 3464359 প্রকাশের তারিখ : 2015/12/18